ব্রেকিং: সকাল সকাল ট্যুইট করে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সকাল সকাল ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

author-image
Aniket
New Update
2

File Picture

নিজস্ব সংবাদদাতা: রবিবার সাতসকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন। ইসরোর সাফল্য কামনায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের করা ট্যুইটের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Chandrayaan 3 Launch LIVE Updates: Moon landing expected on August 23rd at  around 5.47pm, says ISRO chief S Somanath - The Economic Times

গতকাল ট্যুইট করে শেরিং বলেন, "চন্দ্রযান-৩ সফল উৎক্ষেপণের জন্য আমি ইসরো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছি। এই প্রচেষ্টা দিগন্তের বাইরে বিজ্ঞান এবং শেখার প্রতি আপনার দৃষ্টি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে। এই মিশন থেকে ভারত এবং মানবতা প্রচুর উপকৃত হোক"। এই ট্যুইটের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেছেন, "ধন্যবাদ মহামান্য, আপনার উষ্ণ বার্তার জন্য। প্রকৃতপক্ষে চন্দ্রযানের সাফল্য সমগ্র মানবজাতির জন্য মঙ্গলজনক"।