ব্রেকিং: আবার শিরোনামে বিরোধী দলনেতা, বদলের জল্পনা সপ্তমে

এনসিপি মামলায় মুখ খুললেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা। 

author-image
Aniket
20 Nov 2023
New Update
breakinganm

 

 

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের এনসিপির প্রতীক ইস্যু নিয়ে এবার মন্তব্য করলেন মহারাষ্ট্র বিরোধী দলনেতা এবং কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াডেত্তিওয়ার। তিনি সমস্ত কিছু সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, "দেখা যাক ফলাফল কি হয়। এই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের ফলাফলের ওপর"। প্রসঙ্গত, মহারাষ্ট্রে বর্তমানে এনসিপিতে ভাগ এসেছে। অজিত পাওয়ার বনাম শরদ পাওয়ারের লড়াইয়ে কে দলের আদি প্রতীক ব্যবহার করতে পারবে? আর কার প্রতীক বদল হবে? এই নিয়ে জল্পনা সপ্তমে রয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্টের রায়ে এই ইস্যু নয়া কোন মোড় নেয়।

 

 

hiring 2.jpeg