ব্রেকিং: এবার উপরাষ্ট্রপতি, খেলা ঘুরিয়ে দিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট- বিজেপির সঙ্গে সংযোগ!

এবার উপরাষ্ট্রপতির রাজস্থান সফর নিয়ে মন্তব্য করলেন অশোক গেহলট। 

author-image
Aniket
New Update
ashok1

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে সফর করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এবার তিনি উপরাষ্ট্রপতির রাজস্থান সফরকে কেন্দ্র করে খেলা ঘুরিয়ে দেওয়া বার্তা দিয়েছেন। রাজস্থান নির্বাচনের আগে উপরাষ্ট্রপতির সফরের সঙ্গে বিজেপির সংযোগ রয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেছেন, "কেবল রাষ্ট্রপতির এখন (রাজস্থানে) আসা বাকি। আমি উপরাষ্ট্রপতিকে (জগদীপ ধনকর) সম্মান করি। গতকাল তিনি ৫টি জেলায় সফর করেছেন। সেখানে কে আসছেন তার সাথে দেখা করতে? তার সঙ্গে দেখা করতে আসছেন স্থানীয় বিজেপি নেতারা। তারা কি বার্তা দিতে চাইছে?"