ব্রেকিং: এবার মোদী সরকার, লালু প্রসাদ, ঘুরল খেলা!

এবার মোদী সরকারকে নিশানা করল লালু প্রসাদ যাদব। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
lalu sup.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার সংরক্ষণ ইস্যুতে খেলা ঘুরিয়ে দিয়ে মোদী সরকারের নিশানা করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তিনি বলেছেন, "হ্যাঁ, তারা এর (সংরক্ষণের) বিরোধিতা করছে। গোলওয়ালকার বাঞ্চ অফ থটস-এ যা লিখেছেন তা মোদি এবং মোহন ভাগবত করছেন। গুচ্ছ চিন্তাভাবনা সংরক্ষণের বিরুদ্ধে কথা বলে, তারা এখানেও বলেছে"।