নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিজেপির তরফে এখনও বিরোধী দলনেতা দেওয়া হয়নি। তবে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসনাগৌড়া আর পাটিল (ইয়াতনল)। তিনি বলেছেন, "৪৫ জন আমাদের যোগাযোগে আছেন। জানুয়ারির পরে এই সরকার থাকবে না। আমরা যখন মুখ্যমন্ত্রীত্ব পাচ্ছি তখন কেনও আমরা বিরোধী দলের নেতা নিয়োগের জন্য মাথা ঘামাবো"।
BJP MLA Basanagouda R Patil (Yatnal) says, "They have not given importance to his (BK Hariprasad) seniority and he is hurt. It is their internal matter. What senior Congress leader BK Hariprasad said about Siddaramaiah - all these developments show that after January this… pic.twitter.com/Sh31ck67jO