ব্রেকিং: দরকার নেই বিরোধী দলনেতা, জানুয়ারিতেই বিজেপির সরকার, জানিয়ে দেওয়া হল

এবার বড় দাবি করলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসনাগৌড়া আর পাটিল।  

author-image
Aniket
18 Sep 2023
dew

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিজেপির তরফে এখনও বিরোধী দলনেতা দেওয়া হয়নি। তবে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসনাগৌড়া আর পাটিল (ইয়াতনল)। তিনি বলেছেন, "৪৫ জন আমাদের যোগাযোগে আছেন। জানুয়ারির পরে এই সরকার থাকবে না। আমরা যখন মুখ্যমন্ত্রীত্ব পাচ্ছি তখন কেনও আমরা বিরোধী দলের নেতা নিয়োগের জন্য মাথা ঘামাবো"।