ব্রেকিং: আগামী ১২ ঘণ্টা, সময় বেঁধে দিলেন মন্ত্রী

দিল্লিতে বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। তবে ১২ ঘণ্টার মধ্যে জল নেমে যাবে বলে জানিয়েছেন দিল্লির পিডাব্লিউডি মন্ত্রী।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বন্যা পরিস্থিতি চিন্তার কারণ হয়ে উঠছে। তবে এবার স্বস্তির খবর জানালেন দিল্লির পিডাব্লিউডি মন্ত্রী অতীশি মারলেনা সিং।

e

 তিনি বলেছেন, "যমুনা নদীর জল কমছে, দিল্লির মানুষ আগামী ১২ ঘন্টার মধ্যে স্বস্তি পাবে। হথনিকুন্ড ব্যারাজের সমস্ত জল কেনও শুধুমাত্র দিল্লির জন্য ছেড়ে দেওয়া হচ্ছে তা একটি বড় প্রশ্ন। সেখান থেকে উত্তরপ্রদেশ ও হরিয়ানার দিকে যাওয়া খালে এক ফোঁটা জলও ছাড়া হয়নি। এর জবাব দিতে হবে হরিয়ানাকে"।