ব্রেকিং: সিপিআই-এর তরফে নতুন প্রতিনিধি দল

সিপিআই-এর তরফে নতুন প্রতিনিধি দল গঠন করা হয়েছে। 

author-image
Aniket
New Update
f

File Picture

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার গুরুগ্রাম এবং নুহতে সহিংসতা প্রবণ এলাকা তৈরি হয়েছে। এবার এই এলাকা পরিদর্শন করতে নতুন প্রতিনিধি দল গঠন করেছে সিপিআই। দলে থাকবেন ৪ জন সিপিআই নেতা। আজ তারা গুরুগ্রাম এবং নুহতে সহিংসতা প্রবণ এলাকা গুলি পরিদর্শন করবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই নুহতে ইন্টারনেট পরিষেবা স্থগিত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার।