/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে নির্বাচনের পর কংগ্রেস সরকার গঠন করেছে। অপরদিকে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে এখনও পর্যন্ত কর্ণাটকে নয়া বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়নি। এবার বিজেপির তরফে নয়া ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, কর্ণাটক বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদেকে কর্ণাটকের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মনসুখ মান্ডাভিয়া এবং বিনোদ তাওদেকে এই দায়িত্ব দিয়েছেন। তারা কয়েক দিনের মধ্যেই বেঙ্গালুরু যাবেন বলে জানা যাচ্ছে।
BJP national president JP Nadda appoints Union Health Minister Mansukh Mandaviya and BJP national general secretary Vinod Tawde as central observers for Karnataka to elect LOP in the Karnataka Assembly. They will be travelling to Bengaluru in a couple of days: Sources
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us