/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্রমশই জল্পনা বৃদ্ধি পাচ্ছে। নীতিশ কুমার বিজেপিতে ফিরতে পারে বলে গুঞ্জনও চলছে কোথাও কোথাও। লোকসভা নির্বাচনের আগে বিবাহরের রাজনৈতিক পরিস্থিতি কি হবে? তাই এখন চর্চার বিষয়। এবার বিজেপির রাজ্যের ইনচার্জ বিনোদ তাওদে দিলেন নয়া বার্তা। তিনি বলেছেন, "আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে বিহার বিজেপি নেতাদের একটি বৈঠক হয়েছে। বিহার বিজেপির রাজ্য কার্যনির্বাহী সভা ডাকা হয়েছে ২৭ ও ২৮ জানুয়ারি পাটনায়"। উল্লেখ্য, চলতি বছরেই লোকসভা নির্বাচন হবে দেশে। দেশে ফের শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। এইবার রেকর্ড গড়ে ৪০০ আসনের বেশি জয় হবে বলে বিজেপির তরফে পূর্বেই একাধিকবার দাবি করা হয়েছে। তবে বিজেপিকে হারাতে আশাবাদী বিরোধী দলগুলি। তারা ইন্ডিয়া জোট গঠন করেছে। তবে ইন্ডিয়া জোটেও মতপার্থক্য দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক লড়াইয়ের বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গে। তবে জোট নিয়ে আশাবাদী কংগ্রেসের ওপর মহল। এখন দেখার বিজেপি নাকি বিরোধীরা লোকসভা নির্বাচনে জয় আসে কাদের।
#WATCH | On Bihar political situation, BJP state in-charge Vinod Tawde says, "There is a meeting of Bihar BJP leaders to discuss the upcoming Lok Sabha elections."
— ANI (@ANI) January 27, 2024
The state executive meeting of Bihar BJP has been called on 27th and 28th January in Patna. pic.twitter.com/x7vEtJoa7z
/anm-bengali/media/media_files/s0kJ0W9ECJvpFkkaEoaD.jpeg)
/anm-bengali/media/media_files/4mHOTk8dcNuRKSbw6aDt.jpeg)
/anm-bengali/media/media_files/eUQVkhVoEwgzSd9v4tcD.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us