ব্রেকিং: 'চরম মিথ্যা মোদীর!'- এখনই জানুন

মোদীকে মিথ্যাবাদী বলে দাবি করলেন ভূপেশ বাঘেল। 

author-image
Aniket
16 Sep 2023
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলে কড়া ভাষায় আক্রমণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

bhupesh baghel

তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী এখানে এসে মিথ্যা পরিবেশন করেছেন। তিনি রায়পুরে মিথ্যা বলেছিলেন যে তারা চাল কেনে, কিন্তু ছত্তিশগড় সরকার তা কেনে। তিনি (প্রধানমন্ত্রী মোদি) যে করিডোর উদ্বোধন করেছেন, তাতে কত যাত্রী চড়বেন? তিনি আদানির জন্য এই সব করতে এসেছেন"।