ব্রেকিং: কাঠগড়ায় মোদী সরকার, 'খুন হয়েছে'

কাঠগড়ায় মোদী সরকার, কিন্তু কেনও?

author-image
Aniket
New Update
modi shaha.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদ থেকে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার বিষয়ে এবার মুখ খুললেন কংগ্রেসের লোকসভার চিফ হুইপ কোডিকুনিল সুরেশ। তিনি মোদী সরকারকে কাঠগড়ায় তুলে, গণতন্ত্র খুন হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, "আমাদের কৌশল নির্ধারণের জন্য আমরা আজ বৈঠক করব। লোকসভা ও রাজ্যসভায় গণতন্ত্র খুন হয়েছে। শাসক দল বিরোধী দলের সদস্যদের লোকসভা ও রাজ্যসভায় চায় না।"