/anm-bengali/media/media_files/BYrMB6Dn0wj1cJOHbdTl.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নান্দেদ হাসপাতালে একাধিক মৃত্যুর ঘটনায় এবার ট্যুইট করে বেদনা প্রকাশ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, এই ঘটনা জানতে পেরে তিনি বেদনাগ্রস্ত। তিনি বলেছেন, "মহারাষ্ট্রের নান্দেদের একটি সিভিল হাসপাতালে ১২ জন শিশু সহ ২৪ জন রোগীর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক, গুরুতর এবং উদ্বেগজনক। ওষুধ ও চিকিৎসার অভাবে এসব রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের আগস্টে থানের একটি সরকারি হাসপাতালে একই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে ১৮ জন রোগী প্রাণ হারিয়েছিলেন। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ক্রমাগত এই ধরনের দুর্ঘটনা রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে"।
महाराष्ट्र के नांदेड़ में एक सिविल अस्पताल में 12 शिशुओं समेत, 24 मरीज़ों की मृत्यु की खबर बेहद पीड़ादायक, गंभीर व चिंताजनक है।
— Mallikarjun Kharge (@kharge) October 3, 2023
कहा जा रहा है कि इन मरीज़ों ने दवाइयों व इलाज की कमी से दम तोड़ दिया। ऐसी ही घटना अगस्त 2023 में ठाणे के एक सरकारी अस्पताल में हुई जिसमें 18 मरीज़ों…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us