ব্রেকিং: সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডি(এস) নেতার বাড়িতে কর্ণাটক বিজেপির সভাপতি, জল্পনা

জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামীর  বাড়িতে গিয়েছেন কর্ণাটক বিজেপির সভাপতি। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
sc

নিজস্ব সংবাদদাতা: এনডিএ নাকি ইন্ডিয়া কোন দিকে অবশেষে যাবে জেডি(এস) দলের সমর্থন সেই বিষয়ে জল্পনা রয়েইছে। তবে এবার কর্ণাটক বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল জেডি (এস) নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বেঙ্গালুরুর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন।

ef

তবে এই বিষয়ে তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় শারীরিক স্বাস্থ্যের বিষয়ে খবর নিতেই তিনি এই সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে এইচডি কুমারস্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। 

daf