ব্রেকিং: আবার শিরোনামে জগদীপ ধনকর, কোনও মানে হয়না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 জগদীপ ধনকরকে নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 

author-image
Aniket
New Update
্নম্ব

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবার জগদীপ ধনকরের রাজস্থান সফর নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী এই বছর ৯ বার সফর করেছেন। আমরা তাকে স্বাগত জানাই। ভাইস প্রেসিডেন্ট আসা-যাওয়া করছেন। রাজ্যপাল হোক বা উপরাষ্ট্রপতি হোক আমরা তাদের সম্মান করি। তিনি (ভাইস প্রেসিডেন্ট) বারবার এখানে আসছেন। তিনি ভিজিট করছেন, এর কোনো মানে হয় না। রাজস্থানে নির্বাচন আছে, আপনি এত ঘন ঘন আসছেন, লোকে আপনাকে নিয়ে কি ভাববে। সরকার যেই হোক, সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। আমি এই জাতীয় বিষয়ে রাজনৈতিকভাবে বৈষম্য করি না। কিন্তু এখন বারবার উপরাষ্ট্রপতি আসছেন। তিনি এই মাসে ৫ বার (রাজস্থান) সফর করেছেন"।