/anm-bengali/media/media_files/8amLOhy95g0BQo4RObz5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কপিল দেবকে আমন্ত্রণ না করার বিষয়ে বলতে গিয়ে এবার মোদীকে নিশানা করে ভারতের হারের কারণ হিসাবে রহস্যময় ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে। তিনি বলেছেন, "বিজেপি ইভেন্ট ম্যানেজমেন্ট এবং নাটকে বিশেষজ্ঞ। তিনি (মোদী) সর্দার বল্লভভাই প্যাটেলের চেয়েও মহান দেখানোর চেষ্টায় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তার (প্রধানমন্ত্রী মোদি) নামে নামকরণ করা হয়েছে। যা খুশি কর, ভগবান রাম আর বিজেপিতে নেই। গতকাল একজন ইন্ডিয়া-বিরোধী খেলোয়াড় স্টেডিয়ামে গিয়েছিলেন এবং আমরা ম্যাচ হেরেছি। সেই খেলোয়াড় আমাদের সাথে না থাকলে ইন্ডিয়া জিতবে। মানুষ বিশ্বাস করেছিল টিম ইন্ডিয়া জিতবে, সেই খেলোয়াড় যখন স্টেডিয়ামের ভেতরে পৌঁছায়, আমরা ম্যাচ হারতে শুরু করি। কিন্তু সেই খেলোয়াড় আমাদের দলে নেই, তাই আমরা জিতব"। এরপরেই মানুষের মনে প্রশ্ন উঠছে কে সেই রহস্যময় খেলোয়াড়? কাকে নিশানা করলেন নানা পাটোলে?
When asked about Kapil Dev not being invited to the World Cup final match yesterday, Maharashtra Congress president Nana Patole says," BJP is an expert in event management and drama. The stadium has been renamed after him (PM Modi) in an attempt to say that he is greater than… pic.twitter.com/g4pBQM1T51
— ANI (@ANI) November 20, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us