ব্রেকিং: ভেঙে গিয়েছে ইন্ডিয়া জোট, এই মুহূর্তের বিশাল খবর

ভেঙে গিয়েছে ইন্ডিয়া জোট।

author-image
Aniket
New Update
Indian-National-Developmental-Inclusive-Alliance-INDIA-11

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবার জানিয়েছেন ইন্ডিয়া জোট ভেঙে গিয়েছে। তিনি বলেছেন, "বিরোধীরা মোদীকে নিয়ে মন্তব্য করত। তারা বলত মোদীর ক্যারিশমা শেষ হয়ে গেয়েছে। ৩ রাজ্যের মানুষ তাদের জায়গা দেখিয়ে দিয়েছে। এর ফলে বিরোধীদের আস্থা শেষ হয়ে গেছে। বিরোধীদের ইন্ডিয়া জোট ভেঙে গিয়েছে। ৩-৪ জন নেতা গতকালের বৈঠকে আসতে অস্বীকৃতি জানিয়েছেন"।

hiring 2.jpeg