ব্রেকিং: ইতিহাস ফিরবে নাতো, কে হবে পরবর্তী অজিত পাওয়ার?

এবার অজিত পাওয়ারের বিষয়ে বক্তব্য রাখলেন এইচডি কুমারস্বামী। তিনি জানিয়েছেন, ভয়ে আছেন তিনি। 

author-image
Aniket
New Update
s

নিজস্ব সংবাদদাতা: অজিত পাওয়ারের দল বদলের বিষয়ে এবার ভয় প্রকাশ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

তিনি বলেছেন, "মহারাষ্ট্রে গতকালের চমকপ্রদ উন্নয়নের পর, আমি ভয় পাচ্ছি কর্ণাটকে অজিত পাওয়ার হিসেবে কে আবির্ভূত হবে?" উল্লেখ্য, ইতিপূর্বেও দল বদলের সাক্ষী থেকেছে কর্ণাটক। ফলে এবার ফের ভয় পাচ্ছেন এইচডি কুমারস্বামী।