New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আপের একের পর এক বিধায়ক, সাংসদ গ্রেফতার হয়েছে। সদ্য গ্রেফতার হয়েছে আপ নেতা সঞ্জয় সিং। মঙ্গলবার সাতসকালে ইডি হানা দিয়েছে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে। অর্থ তছরুপের অভিযোগে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ফলে এবার অনেকেরই মনে প্রশ্ন উঠছে, তাহলে কি আরও এক আপের হেভিওয়েট বিধায়ক গ্রেফতার হতে চলেছেন?
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us