ব্রেকিং: আবার ভারতের ঝুলিতে সোনা!  ৪১ বছর পর সাফল্য

ভারতের ঝুলিতে আরও একটি সোনা। 

author-image
Aniket
26 Sep 2023
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: চলছে এশিয়ান গেমস ২০২৩। এবার ভারতের ঝুলিতে আরও একটি সোনা। ১৯৮২ সালের পর এশিয়ান গেমসে ভারত অশ্বারোহীতে স্বর্ণপদক জিতেছে। ভারতীয় দল ড্রেসেজ ইভেন্টে ২০৯.২০৫ এর মোট স্কোর নিয়ে শীর্ষে রয়েছে।

সুদীপ্তি হাজেলা, হৃদয় বিপুল চেদা, আনুশ গাড়ওয়ালা এবং দিব্যকৃতি সিং-এর ভারতীয় দল অশ্বারোহীতে ড্রেসেজ ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছে।