নিজস্ব সংবাদদাতা: চলছে এশিয়ান গেমস ২০২৩। এবার ভারতের ঝুলিতে আরও একটি সোনা। ১৯৮২ সালের পর এশিয়ান গেমসে ভারত অশ্বারোহীতে স্বর্ণপদক জিতেছে। ভারতীয় দল ড্রেসেজ ইভেন্টে ২০৯.২০৫ এর মোট স্কোর নিয়ে শীর্ষে রয়েছে।
/anm-bengali/media/post_attachments/2cbb4209-fe0.png)
সুদীপ্তি হাজেলা, হৃদয় বিপুল চেদা, আনুশ গাড়ওয়ালা এবং দিব্যকৃতি সিং-এর ভারতীয় দল অশ্বারোহীতে ড্রেসেজ ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছে।