/anm-bengali/media/media_files/srwurDF3dNJiMJkugVUS.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে বিপাকে পড়ল দিল্লিগামী বিমান। মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে ইউকে৯৯৬ বিমানটি বিপাকের মধ্যে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশ থেকেই বিমানটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে আজ আচমকাই আবহাওয়া খারাপ হয়ে যায়। দিল্লিতে আজ বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত হয়। ফলে ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ মানুষ। উল্লেখ্য, আজ পশ্চিমবঙ্গেও বিকেলের পর আবহাওয়া খারাপ হয়ে যায়। কালবৈশাখীর দাপটে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় গাছ ভেঙে পড়ে। ট্রেন চলাচল ব্যাহত হয় ঝড়ের ফলে।
Flight UK996 from Mumbai to Delhi diverted to Jaipur due to bad weather at Delhi airport, says Vistara.
— ANI (@ANI) May 25, 2023
Delhi witnessed a sudden weather change with rain and lightning today.