Breaking: সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, মামলা দায়ের করে পুলিশের পদক্ষেপ- নজরে দুই

 মামলা দায়ের করা হয়েছে।

author-image
Aniket
New Update
police

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের প্রবীণ নেতা ভি. এস. অচ্যুতানন্দনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মানহানিকর মন্তব্য করায় দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তদের নাম আব্দুল্লা কুনহি ও ফয়জল।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল্লা কুনহি কুম্বলা এলাকার বাসিন্দা এবং অপর অভিযুক্ত ফয়জল বেকলের পল্লিকারা এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে যথাক্রমে কুম্বলা ও বেকল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, সদ্যপ্রয়াত ভি. এস. অচ্যুতানন্দন কেরালার রাজনীতিতে এক অগ্রণী ও নির্ভরযোগ্য নাম ছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে অপমানজনক ও মানহানিকর মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এমন মন্তব্য নেতার সম্মানহানিকর বলেই দাবি করেছেন সিপিএম কর্মী ও সমর্থকরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রয়াত নেতার প্রতি এমন আচরণ অমার্জনীয় এবং আইনগতভাবে এর কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব।

এ বিষয়ে তদন্ত চলছে এবং সামাজিক মাধ্যমে ঘৃণামূলক ও বিভ্রান্তিকর বার্তার বিরুদ্ধে কড়া অবস্থানে রয়েছে কাশারগড় পুলিশ।