ব্রেকিং: কোটি কোটি টাকা এখন অতীত, এবার সোনা

তিরুচিরাপল্লী বিমানবন্দরে সোনা উদ্ধার হয়েছে। 

author-image
Aniket
18 Sep 2023
gold4.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিমানবন্দরের মাধ্যমে পাচারের প্রক্রিয়া চলছেই। কিছুদিন পূর্বেই এক বিমান যাত্রীর কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবার এক বিমান যাত্রীর কাছ থেকে উদ্ধার হল সোনা।

তিরুচিরাপল্লী বিমানবন্দরের আগমন হলে একজন যাত্রীর কাছ থেকে অবৈধ সোনা উদ্ধার হয়েছে।

যাত্রীর পোশাকের ভেতর পেস্ট আকারে লুকিয়ে রাখা ছিল সোনা। ত্রিচি কাস্টমসের সিআইইউ অফিসাররা এই সোনা উদ্ধার করে। মোট সোনার পরিমাণ ১.৬০০ কেজি। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৯৬ লক্ষ টাকা।