/anm-bengali/media/media_files/lPKk85uIBMs5ZREBr7YT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা এগিয়ে চলছে। এবার এই নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে বার্তা দিলেন বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল। তিনি আশা করছেন, বিজেপি কম করে ৬ টি আসন পাবে। তিনি বলেছেন, “ফলাফল আমাদের পক্ষেই হতে চলেছে। ২০১৮ সালের নির্বাচনে বিজেপি ২৫৮৮ টি ভোট পেয়েছিল। এবার গ্রাফ আরও উপরে যাবে এবং আমরা প্রায় ১৫ থেকে ২০ হাজার ভোট পাব। ২০১৮ সালের নির্বাচনে আমরা একটি মাত্র আসন পেয়েছি, এবার আমরা ৬ থেকে ৮ টি আসন জিতব। উন্নয়নের গ্যারান্টি নিয়ে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এনসি (ন্যাশনাল কনফারেন্স) দুর্নীতির গ্যারান্টি দিয়েছে"।
#WATCH Leh, Ladakh: On counting of votes for the 5th Ladakh Autonomous Hill Development Council Election BJP MP Jamyang Tsering Namgyal says, "The result is going to be in our favour. In the 2018 elections, the BJP got 2588 votes. The graph will go higher this time and we will… pic.twitter.com/JNr7KU3yBG
— ANI (@ANI) October 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us