/anm-bengali/media/media_files/OE6KXO1YsFRC0POEF6t5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় সিংকে স্থগিতাদেশ দেওয়ায় এবার বড় বার্তা দিলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ জেবি মাথার। তিনি দাবি করেছেন, সঞ্জয় সিং এক নন। তার পাশে রয়েছে বিরোধীরা। কেন্দ্রকে বিরোধীদের দাবির কাছে হার মানতে হবে। তিনি বলেছেন, "আমরা সবচেয়ে বড় বার্তা দিতে চাই। সঞ্জয় সিং একা নন। পুরো বিরোধী দলগুলি একসঙ্গে রয়েছে। শাসক সংস্থা, এনডিএ এবং সরকার যদি মনে করে যে আমাদের একজন সাংসদকে সাসপেন্ড করে তারা আমাদের হুমকি দিতে পারে, তবে আমরা বলতে চাই আমাদের দাবি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দেওয়া। তারপর বিস্তারিত আলোচনা করা উচিত"।
#WATCH | Delhi: Rajya Sabha MP, Jebi Mather says, "We want to give the biggest message. Sanjay Singh is not alone. The entire Opposition is together. If the ruling dispensation, the NDA and the govt think that by suspending one of our MPs, they can threaten us...Repeatedly we… pic.twitter.com/9HeA9SktdI
— ANI (@ANI) July 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us