/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় সিংয়ের গ্রেফতারের বিষয়ে কথা বলতে গিয়ে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্লজ্জ বল বসলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তিনি বলেছেন, "যদি কেউ চুরি করে এবং তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তবে প্রথমে কি 'মুহুর্ত' বের করা হবে (তাদের গ্রেপ্তার করার জন্য)? অরবিন্দ কেজরিওয়াল নির্লজ্জ। তিনি সবাইকে চারিত্রিক সনদ প্রদান করেন। তিনি মণীশ সিসোদিয়াকে ভগৎ সিং বলে ডেকেছিলেন। তিনি সত্যেন্দ্র জৈনকে 'কাত্তার ইমানদার' বলে ডাকতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরে ৫ হাজার অভিযান হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'। ইডি এবং সিবিআই সেদিকে সততার সাথে কাজ করছে। মাত্র ১৫ থেকে ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে অভিযান চালানো হয়েছে, বাকিরা কারা কারা? দুর্নীতিবাজ যে কেউ হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর শাসনে তাদের রেহাই দেওয়া হবে না। উল্লেখ্য, সঞ্জয় সিংকে গ্রেফতারের বিষয়ে শোরগোল শুরু হয়েছে দিল্লিতে।
#WATCH | On the arrest of AAP MP Sanjay Singh, BJP MP Ramesh Bidhuri says, "If someone commits theft and evidence is found against them, will 'muhurt' be taken out first (to arrest them)?...Arvind Kejriwal is shameless. He issues character certificates to everyone. He had called… pic.twitter.com/g4eMlrIczQ
— ANI (@ANI) October 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us