/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে বিশাল জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। সদ্য কর্ণাটকের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এবার কর্ণাটকের মন্ত্রিসভায় স্থান হতে চলেছে কংগ্রেস নেতা মধু বাঙ্গারপ্পার। এই বিষয়ে মধু বাঙ্গারপ্পা বলেছেন, "আমি খুব খুশি যে কর্ণাটকের জনগণ কংগ্রেসের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। কংগ্রেস নেতৃত্ব যা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তা পূরণ করতে যাচ্ছি"। উল্লেখ্য, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের পতন ঘটিয়েছে কংগ্রেস। ১৩৫ টি আসন দখলে নিয়ে কর্ণাটকে ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি মাত্র ৬৬ টি আসন পেয়েছে।
#WATCH | Bengaluru: Congress leader Madhu Bangarappa to take oath as Karnataka Minister.
— ANI (@ANI) May 27, 2023
"I am very happy that the people of Karnataka have given a clear verdict in favour of Congress. We are going to deliver what he had promised," said Madhu Bangarappa pic.twitter.com/ECJfM8EAFl