ব্রেকিং: বাড়ল মন্ত্রিসভা, একসাথে শপথ নিলেন একাধিক মন্ত্রী

বাড়ল কর্ণাটকের মন্ত্রিসভা। একাধিক মন্ত্রী শপথ নিয়েছেন আজ। 

author-image
Aniket
New Update
karn

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে সরকার গঠন করেছে কংগ্রেস। শনিবার কর্ণাটকের মন্ত্রিসভায় নয়া মন্ত্রীদের নিযুক্ত করা হয়েছে। আজ কর্ণাটকের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা কায়াথাসান্দ্র এন. রাজন্না, দীনেশ গুন্ডু রাও, শরণবাসাপ্পা দর্শনাপুর এবং শিবানন্দ পাটিল। এছাড়াও কংগ্রেস নেতা তিম্মাপুর রামাপ্পা বালাপ্পা, এসএস মল্লিকার্জুন, শিবরাজ সাঙ্গাপ্পা তাঙ্গাদাগি এবং ডঃ শরণপ্রকাশ রুদ্রপ্পা পাতিল কর্ণাটকের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে নির্বাচনের ফল প্রকাশ করা হয়। এই নির্বাচনে জনগণের রায়ে কর্ণাটকে বিজেপিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। কংগ্রেস ১৩৫ টি আসনে জয় পেয়েছে। অপরদিকে বিজেপির হাতে এসেছে মাত্র ৬৬ টি আসন। বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।