ব্রেকিংঃ 'এটা আমাদের, নিজদের' কি বললেন সোনিয়া গান্ধী?

সোনিয়া গান্ধী মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন। 

author-image
Aniket
19 Sep 2023
Sonia Gandhi

File Picture

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে বর্তমানে চর্চার বিষয় মহিলা সংরক্ষণ বিল। এবার এই বিষয়ে মন্তব্য করলেন, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, "এটা আমাদের, নিজেদের"। উল্লেখ্য, ইউপিএ-এর তরফে সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই বিল প্রথম রাজ্যসভায় পাস হয়েছিল। তবে পড়ে এই বিলটি নিয়ে সংসদে আর তেমন কোনও চর্চা হয়নি।