ব্রেকিং: বিজেপির 'জন মাফি যাত্রা'

বিজেপিকে নিশানা করলেন কমল নাথ। 

author-image
Aniket
New Update
BJP CHATTI.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির 'জনদর্শন যাত্রা' প্রসঙ্গে এবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা কমল নাথ সিং বিজেপিকে নিশানা করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "তাদের 'জন মাফি যাত্রা' করা উচিত। মানুষ তাদের যাত্রা নিয়ে মজা করছে। তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আশীর্বাদ চাইতে হবে না। তার (শিবরাজ সিং চৌহান) ঘোষণা দেওয়ার মেশিন দ্বিগুণ গতিতে চলছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে"।