নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় সংরক্ষণ ইস্যুতে এবার বিজেপিকে নিশানা করলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, "বিজেপি সংরক্ষণ নিয়ে মিথ্যা বলছে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মুসলমানরা তাদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাচ্ছে না, বরং তাদের সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার কারণে সংরক্ষণ পাচ্ছে। প্রত্যেক মুসলমান তা পাচ্ছে না কিন্তু পিছিয়ে পড়া মুসলমানদের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তারা তা পাচ্ছে"।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)