ব্রেকিং: 'কান্নায় ভেঙে পড়েছেন বিজেপির নেতা ও কর্মীরা'

বিজেপির নেতা ও কর্মীদের কটাক্ষ করেছেন ঈশ্বর খান্দ্রে। তিনি বলেছেন, "কান্নায় ভেঙে পড়েছেন বিজেপির নেতা ও কর্মীরা"।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিজেপি সরকারের পতনের দেড় মাস হয়েছে। এবার কর্ণাটকের বিজেপির নেতা ও কর্মীদের কটাক্ষ করলেন মন্ত্রী ঈশ্বর খান্দ্রে।

Lok Sabha election results will impact alliance government here: Eshwar  Khandre - The Hindu

তিনি বলেছেন, "বিজেপির নেতা ও কর্মীরা বেকার হয়ে পড়েছে, তাদের কোনও কাজ নেই। এই কারণেই তারা কান্নায় ভেঙে পড়ছেন। আমরা কেরালার মানুষদের সুশাসন দিতে চাই এবং তা করব। আমরা কেবল সাধারণ মানুষকে আইন মেনে চলতে বলছি"।