/anm-bengali/media/media_files/IA6Eou0cJNzY9wn2EAUG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বর্তমানে কেন্দ্রের মসনদে পাশা বদলের লক্ষ্যে রয়েছে কংগ্রেস। বিজেপির পতনের লক্ষ্যে গুটি সাজাচ্ছে কংগ্রেস। সদ্য কর্ণাটকে বিজেপিকে হারিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। এবার লোকসভা নির্বাচনে কর্ণাটকে পাশা বদল করতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে কংগ্রেসের তরফে। এই বৈঠকের বিষয়ে এবার মন্তব্য করলেন ডিকে শিবকুমার।
/anm-bengali/media/media_files/UbSWr6KgtG3goTJMzvKz.png)
তিনি বলেছেন, "আমাদের (২০২৪) সংসদীয় নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে হবে। আমি সমস্ত নেতাদের দায়িত্ব ঠিক করতে চাই, কিভাবে প্রার্থী বাছাই এবং প্রার্থী বাছাইয়ের মানদণ্ড কি হবে? তা জানতে বৈঠকের জন্য সমস্ত সিনিয়র নেতাদের দিল্লিতে ডাকা হয়েছে"।
#WATCH | Karnataka Congress President DK Shivakumar on the August 2 meeting called by the party high command with Karnataka leaders, says, "We have to finalise the plan of action for (2024) Parliamentary elections. I want to fix the responsibility of all the leaders, how to… pic.twitter.com/rfk8ppvPU1
— ANI (@ANI) July 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us