নিজস্ব সংবাদদাতা: ফের তেজস্বী যাদব-এর মুখ্যমন্ত্রী হওয়ার তরজা শুরু হল বিহারে। ছট চলাকালীন একাধিক আরজেডি নেতা তেজস্বী যাদবের বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ছেড়ে লালু যাদবের হাত ধরেছেন নীতিশ কুমার। তবে বর্তমানে নীতিশ কুমারের পরিবর্তে তেজস্বী যাদবের নাম বারংবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে আরজেডি নেতাদের মুখে আসার ফলে শীঘ্রই বিহার রাজনীতির সমীকরণে নয়া মোড় আসতে পারে বলে মনে করছেন অনেকেই।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)