ব্রেকিং: বিশেষ অধিবেশনেও 'ভারত', ইন্ডিয়া?

বিজেপি নেতার মুখে শোনা গেল 'ভারত' নাম। 

author-image
Aniket
19 Sep 2023
3

নিজস্ব সংবাদদাতা: সংসদে চলছে বিশেষ অধিবেশন। এই অধিবেশনেও বিজেপি নেতার মুখে ইন্ডিয়া নয় বরং 'ভারত' নাম শোনা গেল। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, "আজ থেকে আমাদের সংসদের দুটি কক্ষ নতুন সংসদ ভবনে বসবে। আমরা সবাই জানি যে এই সেন্ট্রাল হলটি ব্রিটেন থেকে 'ভারতে' ক্ষমতা হস্তান্তরের সাক্ষী হয়েছে"।