ব্রেকিং: রাহুল গান্ধীর থেকে জবাব চেয়ে বসা হল

রাহুল গান্ধীর থেকে জবাব চাওয়া হল।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: রাঁচিতে কংগ্রেসের ধীরাজ সাহুর বিরুদ্ধে আইটি অনুসন্ধান চলছে। বিজেপি নেতা ডঃ লক্ষ্মীকান্ত বাজপেই এবার এই বিষয়ে রাহুল গান্ধীর থেকে জবাব চাইলেন। তিনি বলেছেন, "এই ঘটনাটি তাদের আয়না দেখিয়েছে যারা নিয়মিত সিবিআই এবং ইডির বিরুদ্ধে কথা বলতেন এবং নিজেদের বাঁচাতে ইন্ডিয়া জোট গঠন করেছিলেন। রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিত কার টাকা ছিল এগুলো"।