New Update
/anm-bengali/media/media_files/8lSeFwi3MsYwHdE3v5gx.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শিবসেনার পর এবার এনসিপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবার এনসিপির ঘরে ভাঙন। এনসিপি নেতা অজিত পাওয়ার সহ দলের প্রায় ৪০ জন বিধায়ক বিজেপিকে সমর্থন করতে রাজি হয়েছে। খুব শীঘ্রই তারা শপথ নেবেন। ইতিমধ্যেই রাজভবনে এসে পৌঁছেছেন অজিত পাওয়ার সহ এনসিপি বিধায়করা।
/anm-bengali/media/post_attachments/cmOBM3CWM6MNIow1O8vb.jpg)
ইতিপূর্বেই অজিত পাওয়ার তার দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন। এবার এই বিষয়ে কথা বলতে গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, "আমি ঠিক জানি না কেন এই সভা ডাকা হয়েছে তবে বিরোধী দলের নেতা হওয়ায় তার (অজিত পাওয়ার) বিধায়কদের নিয়ে সভা ডাকার অধিকার রয়েছে। এটা তিনি নিয়মিত করেন। এই বৈঠক সম্পর্কে আমার কাছে খুব বেশি বিশদ নেই"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us