নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে জোট গঠনের বিষয়ে শিরোনামে উঠে এসেছে এআইএডিএমকে। তবে এবার এআইএডিএমকে নেতা ডি জয়কুমার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল। তিনি বলেছেন, "এআইএডিএমকের সঙ্গে জোটে নেই বিজেপির। নির্বাচনের সময়ই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নয়। এটা আমাদের দলের অবস্থান। বিজেপি কর্মীরা এআইএডিএমকের সাথে জোট করতে চায় কিন্তু আন্নামালাই (টিএন বিজেপি সভাপতি কে আন্নামালাই) জোট চায় না। তিনি সবসময় আমাদের নেতাদের সমালোচনা করেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি হওয়ার অযোগ্য"।