নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে চর্চা চলছে। এবার মহিলা সংরক্ষণ বিল আগে না হওয়ার বিষয়ে কংগ্রেস ও বিজেপিকে নিশানা করলেন আপ সাংসদ সুশীল গুপ্তা। তিনি বলেছেন, "এক দশক ধরে এই বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার পরে ঝুলে ছিল। মোদি সরকার ক্ষমতায় আসার প্রায় দশ বছর আগে এটি পাস করা উচিত ছিল। এ জন্য বিশেষ অধিবেশন ডাকতে হয়েছে। কখনও না হওয়ার চেয়ে দেরি করা ভাল, এটি হওয়া উচিত। নারীদের তাদের অধিকার পেতে হবে। আপ সর্বদা মহিলাদের ভাল প্রতিনিধিত্বের সমর্থনে। কংগ্রেস সরকারের আমলেই বিলটি রাজ্যসভায় পাশ হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু লোকসভায় তা পাশ করানো যায়নি। সেই সময়ের জন্য বিজেপি এবং কংগ্রেস উভয়কেই দায়ী করা হবে"।