লখনউতে তৈরি হবে ব্রহ্মোস মিসাইল: মোদী

লখনউতে তৈরি হবে ব্রহ্মোস মিসাইল, আত্মনির্ভর ভারতের প্রতীক হিসেবে উঠে আসছে উত্তরপ্রদেশ: প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-02 12.50.37 PM

নিজস্ব সংবাদদাতা: আজ উত্তরপ্রদেশের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ব্রহ্মোস মিসাইল এখন লখনউতে তৈরি হবে। ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশ্বকে আত্মনির্ভর ভারতের শক্তি দেখিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ইউপি ডিফেন্স করিডর-এ বহু প্রতিরক্ষা সংস্থা উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।” তিনি আশ্বাস দেন, শিগগিরই মেড ইন ইন্ডিয়া অস্ত্রশস্ত্র ভারতের সশস্ত্র বাহিনীর অন্যতম ভরসা হয়ে উঠবে।