BREAKING: দিল্লির উদ্যোগ ভবনে বোমাতঙ্ক ! দেখুন বড় খবর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লির উদ্যোগ ভবনে বোমাতঙ্কের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি জুড়ে। সূত্রের খবর অনুযায়ী একটি ই-মেইল মারফত আজ দিল্লির কিছু শীর্ষ আধিকারিকদের এই হুমকি দেওয়া হয়, যে আইইডি (IED) ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হবে দিল্লির উদ্যোগ ভবন। এই ই-মেইল পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী চরম সতর্ক হয়ে যায়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দিল্লির উদ্যোগ ভবনকে। 

bombblast-sixteen_nine-sixteen_nine-sixteen_nine
ফাইল চিত্র