/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন আশ্বিন কুমার সুপ্রা (৫০), যিনি সম্প্রতি শহরে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্তকে নয়ডা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি মূলত বিহারের বাসিন্দা।
মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফোন ও ব্যবহৃত সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই ডিভাইসগুলির মাধ্যমেই তিনি বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছিলেন বলে সন্দেহ। হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল শহরে, তবে দ্রুত তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়।
ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক বলেন, “আমরা অভিযুক্তকে নয়ডা থেকে গ্রেফতার করেছি। তাঁকে মুম্বইয়ে আনা হচ্ছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আশ্বিন কুমার সুপ্রার কোনও বড় অপরাধচক্রের সঙ্গে যোগসাজশ আছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে তাঁর ব্যক্তিগত উদ্দেশ্য এবং মানসিক অবস্থার ওপরও তদন্ত চলছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিস্ফোরণ হুমকি সংক্রান্ত প্রতিটি দিক খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি সাইবার সেলের সহায়তায় ফোনকল ও ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।
এই ঘটনার জেরে মুম্বই শহরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা, রেলস্টেশন, বিমানবন্দর ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশের বক্তব্য, “যে কোনো ধরনের হুমকিকে আমরা গুরুত্ব সহকারে দেখি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
Maharashtra | One Ashwin Kumar Supra (50) arrested from Noida, Uttar Pradesh by Mumbai Crime Branch for making bomb blast threats in Mumbai. The main originally hails from Bihar. His phone and SIM card that were used to make the threat have been seized. He is being brought from…
— ANI (@ANI) September 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us