৮৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা গোবর্ধন 'আসরানি' !

চির বিদায় আসরানি।

author-image
Debjit Biswas
New Update
image_2025-10-20_204834588

ASRANI

নিজস্ব সংবাদদাতা : হিন্দি সিনেমার জগতে নেমে এল এক শোকের ছায়া। প্রায় সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করা প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি (Govardhan Asrani), যিনি সকলের কাছে কেবল আসরানি নামেই পরিচিত ছিলেন, ৮৪ বছর বয়সে আজ শেষ নিশ্বাস ত্যাগ করলেন। আজ সোমবার সন্ধ্যা প্রায় ৪টা নাগাদ এই বর্ষীয়ান অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

download - 2025-10-20T204734.236
ASRANI


ভারতীয় চলচ্চিত্রে আসরানি বিশেষত তাঁর কমিক টাইমিং এবং চরিত্রাভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। আসরানি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন কালজয়ী চলচ্চিত্র 'শোলে' (Sholay)-তে জেলার চরিত্রে অভিনয়ের জন্য। ছবিটিতে তাঁর সংলাপ, "হাম আংরেজো কে জমানেকে জেলার হ্যায়", আজও দর্শকদের মুখে ফেরে।