হোটেল কক্ষ থেকে জনপ্রিয় অভিনেতার মৃতদেহ উদ্ধার- ভারতীয় সিনেমায় শোকের ছায়া

মৃত্যু ঘিরে শোকের ছায়া।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মালয়ালম চলচ্চিত্র জগতের প্রখ্যাত মিমিক্রি ও কমেডি শিল্পী কালাভান নবাস (বয়স ৫১) প্রয়াত হয়েছেন। কোচি পুলিশ সূত্রে জানা গেছে, চোত্তানিক্কারার এক হোটেল কক্ষে আজ সকালে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। হঠাৎ এই মৃত্যুতে কেরলের বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

publive-image

কালাভান নবাস দীর্ঘদিন ধরে মঞ্চ, মিমিক্রি এবং টেলিভিশন জগতের এক জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর স্বতঃস্ফূর্ত কৌতুকভঙ্গিমা ও অনবদ্য অনুকরণশক্তি তাঁকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। বহু জনপ্রিয় মালয়ালম ছবিতে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের কর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত নবাসের সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পীর আকস্মিক প্রয়াণে সহকর্মীরা ও ভক্তরা শোক প্রকাশ করেছেন।