New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির দক্ষিণপুরী এলাকায় একটি বাড়ির ভেতর থেকে অচৈতন্য অবস্থায়, চারজনের দেহ উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় যে চারজনের মধ্যে তিনজন অনেক আগেই মারা গেছেন, আর বাকি একজনের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মূলত শ্বাসরোধ হওয়ার কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
#UPDATE | Delhi: 4 people found unconscious in a house in Delhi's Dakshinpuri area, 3 dead, one under treatment, says DCP Ankit Chauhan https://t.co/PziLb8MEyc
— ANI (@ANI) July 5, 2025