গুজরাট থেকে কত দূরে রয়েছে 'বিপর্যয়'? জানুন সর্বশেষ আপডেট

বিপর্যয়ের আগমনের খবর চাউর হতেই শুরু হয়েছে উদ্বেগ-আতঙ্ক। গুজরাটে ইতিমধ্যেই সমুদ্র সৈকত জুড়ে জারি সতর্কতা। কোনো জনপ্রাণী নেই। উত্তাল সমুদ্র।

author-image
SWETA MITRA
New Update
cyclone 12.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)-কে ঘিরে বাড়ছে আতঙ্ক। রীতিমতো প্রহর গুনছেন গুজরাটের মানুষ। ইতিমধ্যে কোনওরকম বিপদ আসার আগে বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে এসডিআরএফ ও এনডিআরএফ। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কচ্ছ-এ সাড়ি সাড়ি নৌকা রাখা হয়েছে। আইএমডি-র সর্বশেষ আপডেট অনুযায়ী, বিপর্যয় দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার এবং গুজরাটের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার ডাব্লুএসডাব্লু দূরে অবস্থিত। দেখুন ভিডিও...