রাজধানীতে নৌকা পারাপার! দেখুন ভিডিও

রাজধানীর এ কি হাল! বাজার এলাকায় যাতায়াত চলছে নৌকার মাধ্যমে! চারিদিকে জল। তার মধ্যেই দাঁড়িয়ে অপেক্ষায় মানুষ। জীবন ব্যবস্থায় চরম ভোগান্তি। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
১১

নিজস্ব সংবাদদাতা : টোটো, অটো এখন অতীত। দেখা নেই বাস কিংবা অন্যান্য যানবাহনেরও। দিল্লির যমুনা বাজারে নৌকা করে চলছে পারাপার। বন্যা পরিস্থিতিতে যাতায়াতের একমাত্র অবলম্বন বলতে নৌকা। জায়গায় জায়গায় জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে মানুষ। অপেক্ষা নৌকার। নৌকা থামতেই নৌকায় উঠতে দেখা যাচ্ছে মানুষ জনকে। এটা দিল্লির রাজপথ নাকি কোনো খরস্রোতা নদী, দেখে বোঝার উপায় নেই। প্রবল বর্ষণে প্লাবিত রাজধানী। দুর্ভোগ চরমে।