/anm-bengali/media/media_files/2025/11/01/screenshot-2025-11-01-1am-2025-11-01-11-49-13.png)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক রাজ্যোৎসবের দিনই মহারাষ্ট্র একীকরণ সমিতি (MES) আজ ‘ব্ল্যাক ডে’ বা কালো দিবস পালন করে বিক্ষোভে সামিল হয়। সংগঠনের সদস্যরা দাবি করেন, বেলগাভি (পূর্বতন বেলগাঁও) সহ কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্তবর্তী কয়েকটি অঞ্চল মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়া উচিত।
/anm-bengali/media/post_attachments/6d18df67-681.png)
প্রতিবাদকারীরা কালো পতাকা ও ব্যানার নিয়ে শহরের বিভিন্ন অংশে মিছিল করে। রাজ্য প্রশাসনের বিরোধিতা করে তাদের বক্তব্য, “ভাষাগত ও সাংস্কৃতিকভাবে এই অঞ্চলগুলি মহারাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত, অথচ কর্ণাটক প্রশাসন তা উপেক্ষা করছে।”
MES নেতারা বলেন, “কর্ণাটক রাজ্যোৎসব আমাদের জন্য উৎসব নয়, বরং অন্যায়ের প্রতীক। বেলগাভি, কারওয়ার ও নিপ্পানি মহারাষ্ট্রে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
#WATCH | Belagavi, Karnataka | Maharashtra Ekikaran Samiti observes Black Day protest against Karnataka Rajyotsava, demanding inclusion of Belgaum and other areas into Maharashtra pic.twitter.com/6WHkDb5VUf
— ANI (@ANI) November 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us