'জল সমাধি' হবে, বিরোধী ঐক্যকে কটাক্ষ BJP নেতার

বিহারের পাটনায় বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা রয়েছে। মহা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই রোডম্যাপ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে বৃহত্তম বিরোধী দল কংগ্রেস। এদিকে সরব হয়েছে বিজেপিও।

author-image
SWETA MITRA
New Update
bjps.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election) আগে আগামী ২৩ জুন বিরোধী দলগুলি বৈঠকে বসবে। আগামী ২৩ জুন বিহারের (Bihar) পাটনায় হবে এই বৈঠক। এদিকে এই বৈঠকের আগেই বিরোধীদের নিশানা করলেন বিজেপির (BJP) অন্যতম মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি জানান, ‘পাটনা, বিহার পাঁচ দশক আগে 'সম্পূর্ণ ক্রান্তি'র ভূমিতে পরিণত হয়েছিল, কিন্তু আজ এটি 'সম্পূর্ণ ভ্রান্তি'র ভূমিতে পরিণত হচ্ছে। বিরোধী ঐক্যের সেতু নির্মাণের আগেই 'জল সমাধি' হয়ে উঠছে। এইচএএম এবং জিতন রাম মাঝি ইতিমধ্যে চলে গেছেন। কংগ্রেস নেতারা নীতীশ কুমারকে আক্রমণ করছেন। এটা কী ধরনের জোট হবে যখন তাদের 'চাল, চরিত্র, নেতা, নীতি, অভিসন্ধি' নিয়ে কোনও ঐকমত্য থাকবে না। বিরোধীদের কোনও মিশন বা দৃষ্টিভঙ্গি নেই।‘