/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজায় আরও এক দফা উত্তাপ ছড়াল। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ আজ কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী জোটের বিরুদ্ধে।
তিনি বলেন, “বিহারের জনগণ দুর্নীতিগ্রস্ত রাজকুমার ও রাজকুমারীদের তৈরি ‘মহা-ঠগবন্ধন’-কে চূর্ণ পরাজয় দেবে। এই তথাকথিত INDI জোটের নেতারা নিজেরাই জামিনে মুক্ত — যারা নিজেদের মধ্যে একসঙ্গে কাজ করতে পারে না, তারা রাজ্য চালাবে কীভাবে?”
তরুণ চুঘ আরও বলেন, “এই মহা-ঠগবন্ধন বিহারকে লুট করার ষড়যন্ত্র করছে। তারা আবারও ‘লুট রাজ’ ও ‘জঙ্গল রাজ’ ফিরিয়ে আনতে চায়, কিন্তু বিহারের মানুষ তা হতে দেবে না।”
বিজেপি নেতার মতে, এনডিএ সরকার বিহারে উন্নয়নের প্রতীক, আর বিরোধী জোট কেবল দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। তিনি দাবি করেন, জনগণ ইতিমধ্যেই বুঝে গেছে কারা রাজ্যের অগ্রগতি চায় এবং কারা কেবল ক্ষমতার লোভে একত্র হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুঘের এই মন্তব্য বিজেপির নির্বাচনী কৌশলেরই অংশ, যেখানে বিরোধী জোটকে দুর্নীতি ও অরাজকতার প্রতীক হিসেবে তুলে ধরতে চায় দলটি।
#WATCH | Delhi: On the Bihar Legislative Assembly Election, National General Secretary of the BJP, Tarun Chugh, says, "...The people of Bihar are going to give a crushing defeat to the 'Mahathugbandhan' of the corrupt prince and princesses of the INDI alliance. Leaders on bail… pic.twitter.com/Su34fyirlO
— ANI (@ANI) October 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us