'টমেটো খাবেন না'! কাতর আবেদন যোগী রাজ্যের মন্ত্রীর

টমেটোর যা দাম তা কোনো অংশেই মূল্যবান ধাতুর থেকে কম নয়। যেখানে মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, সেই সময় মানুষকে টমেটো না খাওয়ার পরামর্শ দিলেন বিজেপিরই মন্ত্রী! কী বললেন তিনি?

author-image
Pallabi Sanyal
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : টমেটো থেকে শুরু করে আলু-পটল-উচ্ছে-বেগুন সবজি থেকে মাছ-মাংস সবেরই দাম আকাশ ছোঁয়া। এমতাবস্থায় টমেটো না খাওয়ার পরামর্শ দিলেন যোগী রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, বাজার থেকে কিনে আনার বদলে বাড়িতেই টমেটো চাষের পরামর্শ দিয়েছেন। মন্ত্রীর সেই বার্তা ট্যুইট করে বিজেপিকে খোঁচা কংগ্রেস নেত্রীর।কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে বিজেপি মন্ত্রীর এই বিবৃতিকে সরকারের 'গ্রহণযোগ্যতা' হিসাবে ব্যাখ্যা করেছেন এই বলে যে দাম কমানোর কোনও উপায় নেই।